প্রেস বিজ্ঞপ্তিঃ  পালাকাটা গুলজার বেগম দাখিল মডেল মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীদের ৩৩ বর্ষের পুনর্মিলন ২০২২ উদযাপন উপলক্ষে আজ শুক্রবার (২৫ শে মার্চ) সকাল ১১টায় পুনর্মিলনী অনলাইন নিবন্ধন ওয়েবসাইট উদ্ভোধন করা হয়েছে।

অনলাইন নিবন্ধন ওয়েবসাইটের মারফত দূরদূরান্ত ও প্রবাস হতে অনায়াসে নিবন্ধন ফরম পূরণ সম্পন্ন করা যাবে।

রকিব উল্লাহ বলেন, “অনলাইন নিবন্ধনের ফলে নিবন্ধন কাজ অধিকতর সহজতর হবে”।

 এড. মোবারক হোসাইন সাইদ বলেন, “অদ্যকার অনলাইন নিবন্ধন ওয়েবসাইট উদ্ভোধনের ফলে দূরদূরান্তে অবস্থানকারী প্রাক্তন ছাত্রছাত্রীদের নিবন্ধন করণে একটি মাইলফলক ও সহজতর মাধ্যম হয়”। অদ্যকার অনলাইন নিবন্ধন ওয়েবসাইট উদ্ভোধনে পুনর্মিলনী উদযাপন পরিষদ ২০২২ এর নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিঃ  পালাকাটা গুলজার বেগম দাখিল মডেল মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীদের ৩৩ বর্ষের পুনর্মিলন ২০২২ উদযাপন উপলক্ষে আজ শুক্রবার (২৫ শে মার্চ) সকাল ১১টায় পুনর্মিলনী অনলাইন নিবন্ধন ওয়েবসাইট উদ্ভোধন করা হয়েছে।

অনলাইন নিবন্ধন ওয়েবসাইটের মারফত দূরদূরান্ত ও প্রবাস হতে অনায়াসে নিবন্ধন ফরম পূরণ সম্পন্ন করা যাবে।

রকিব উল্লাহ বলেন, “অনলাইন নিবন্ধনের ফলে নিবন্ধন কাজ অধিকতর সহজতর হবে”।

 এড. মোবারক হোসাইন সাইদ বলেন, “অদ্যকার অনলাইন নিবন্ধন ওয়েবসাইট উদ্ভোধনের ফলে দূরদূরান্তে অবস্থানকারী প্রাক্তন ছাত্রছাত্রীদের নিবন্ধন করণে একটি মাইলফলক ও সহজতর মাধ্যম হয়”। অদ্যকার অনলাইন নিবন্ধন ওয়েবসাইট উদ্ভোধনে পুনর্মিলনী উদযাপন পরিষদ ২০২২ এর নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।