দি ক্রাইম ডেস্ক: অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের এক নাগরিকসহ দুজনকে আটক করেছে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি। গতকাল বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) মংজয়পাড়া বিওপি’র একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মংজয়পাড়ার সুইজানুর ছেলে উমং (২৫) এবং মিয়ানমারের মংডু উইলাতং ৎগ্রামের মংচাকনের ছেলে পানুয়া (১৮)।
এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি রামদা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের সঙ্গে থাকা আরও ৫ থেকে ৬ জন চোরাকারবারী দ্রুত গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়। এসব তথ্য নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির কঙবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম। তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারী চক্র মিয়ানমারের চোরাকারবারীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে সীমান্ত দিয়ে ইয়াবা, অস্ত্র ও বিভিন্ন চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে সেখানে অবস্থান নেওয়ার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।




