বিজন কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি: চকরিয়া উপজেলার বাটাখালি ব্রিজ সংলগ্ন মিয়ার টেক নামক টার্নিংয়ে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতবাড়িতে ঢুকে পড়েছে।আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মহেশখালীর মাতারবাড়ি থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানটি বাটাখালি ব্রিজের আগ মুহূর্তে মিয়ার টেকের বাঁক এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি রাস্তার পাশের একটি বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায় এবং বাড়ির সীমানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সময় বাড়ির ভেতরে কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, কাভার্ড ভ্যানটির চালক চোখে ঘুম নিয়ে অসচেতন অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা ঝুঁকিপূর্ণ টার্নিং এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




