মোঃ ওসমান চৌধুরী,ইউএই : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মরহুমার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আল-আইনের আল খায়ের এলাকায় মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই-এর উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা মহিউদ্দিন মুমিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক নুরের নবী চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মোস্তফা খান।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠা কালীন সিনি: সহ-সভাপতি মো. নুরুদ্দিন।
উপস্থিত ছিলেন- সংগঠনের পৃষ্ঠপোষক শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম খান, উপদেষ্টা এনামুল হক এনাম, কামরুল হাসান সোহেল, রেজাউল করিম, সাইফুল ইসলাম, নুর হোসেন খোকন ও ওমর ফারুক। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ সবুজ ও জামশেদ আলম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জুবায়ের,যুগ্ম সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন, নিজাম উদ্দিন, ইসমাইল করিম ভূঁইয়া ও নূর হোসেন।
উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামসুল আরিফ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, সহ-সাংগঠনিক সম্পাদক নুরু ছাফা,প্রচার সম্পাদক আবু সালেহ, নির্বাহী সদস্য খোরশেদ আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসী মীরসরাইবাসীরা।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করা হয়।




