বান্দরবান জেলা প্রতিনিধি: প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে প্রহসনমূলক পকেট কমিটি বাতিলের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতৃবৃন্দরা।এ দাবিতে শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেল ৩ টায় বান্দরবানের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র বান্দরবান জেলার বিভিন্ন নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র বান্দরবান জেলার সাবেক প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল অভিযোগ করে বলেন, বান্দরবানে জুলাই আন্দোলনের প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে নতুনভাবে প্রহসনমূলক একটি পকেট কমিটি করা হয়েছে যা আমরা মানি না। এই নতুন কমিটির সদস্য সচিবের নামে বর্তমানে মামলা চলমান রয়েছে আর নতুন কমিটিতে প্রকৃত জুলাই যোদ্ধারা বাদ পড়েছে। তিনি দ্রুত এই নতুন কমিটি বাতিল করার জন্য আবেদন জানান অন্যথায় বান্দরবান জেলার সকল এনসিপি’র নেতৃবৃন্দ একযোগে পদত্যাগ করার ঘোষণা দেন।
উপস্থিত ছিলেন সাবেক কমিটির যুগ্ম সমন্বয়কারী তপন মারমা, খালেদ মোশাররফ হোসেনমাসুদ, যুগ্ন সদস্য সচিব গোলাম মোস্তফা মাসুদ, যুবশক্তির আহবায়কসাদ্দাম হোসেন, যুবশক্তির যুগ্ম সদস্য সচিব জোবায়ের হোসেন ইমরানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
গত ৪ ডিসেম্বর মংসাপ্রু চৌধুরীকে আহবায়ক ও মোহাম্মদ এরফানুল হককে সদস্য সচিব করে আগামী ৬ মাসের জন্য এনসিপির বান্দরবান জেলা আহবায়ক কমিটির অনুমোদন দেয় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আর এই নতুন কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আন্ত:কোন্দল শুরু হয়।




