দি ক্রাইম, নারায়ণগজ্ঞ: নারায়ণগঞ্জের আল আমিননগর এলেকার শীতলক্ষ্যা নদীতে এমভি রুপসি-৯ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী এমএল আফসার উদ্দিন নামের লঞ্চটি যাত্রীসহ নদীতে ডুবে যায়। ঘটনার পর ফায়ার সার্ভিসের ৩টি ডুবুরি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়ে ৬ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তৎমধ্যে  ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার ৫ জন, স্থানীয় জনতা কর্তৃক ১ জন। উদ্ধারকৃত মৃত ব্যক্তিরা হলো জয়নাল (৫০), অজ্ঞাতনামা একটি মেয়ে শিশু (৮-১০), একজন মহিলা (২৭/২৮), অপর মহিলা (৩৫/৪০), একটি ছেলে শিশু (২/৩) এবং একজন পুরুষ (৪০-৪২)। এখনো বাকী ৫ জনের নাম জানা যায়নি।
May be an image of 4 people, people sitting, people standing and body of water
ফায়ার সার্ভিস এর মিডিয়া সেল জানায়, রাতে উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস। তবে একটি টিম দুর্ঘটনাস্থলে সংরক্ষণ করা হয়, ডুবন্ত জাহাজ পানির ওপরে তোলা হলে তার ভেতরে তল্লাশি চালানোর জন্য। পানির নিচে উদ্ধার অভিযান পরের দিন পুনরায় শুরু করা হবে বলে ঘোষণা দেয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত থেকে গণমাধ্যমকে ব্রিফ করেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্ণেল জিল্লুর রহমান, পিএসসি। এ সময় উপপরিচালক দিনমনি শর্মা, উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দি ক্রাইম, নারায়ণগজ্ঞ: নারায়ণগঞ্জের আল আমিননগর এলেকার শীতলক্ষ্যা নদীতে এমভি রুপসি-৯ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী এমএল আফসার উদ্দিন নামের লঞ্চটি যাত্রীসহ নদীতে ডুবে যায়। ঘটনার পর ফায়ার সার্ভিসের ৩টি ডুবুরি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়ে ৬ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তৎমধ্যে  ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার ৫ জন, স্থানীয় জনতা কর্তৃক ১ জন। উদ্ধারকৃত মৃত ব্যক্তিরা হলো জয়নাল (৫০), অজ্ঞাতনামা একটি মেয়ে শিশু (৮-১০), একজন মহিলা (২৭/২৮), অপর মহিলা (৩৫/৪০), একটি ছেলে শিশু (২/৩) এবং একজন পুরুষ (৪০-৪২)। এখনো বাকী ৫ জনের নাম জানা যায়নি।
May be an image of 4 people, people sitting, people standing and body of water
ফায়ার সার্ভিস এর মিডিয়া সেল জানায়, রাতে উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস। তবে একটি টিম দুর্ঘটনাস্থলে সংরক্ষণ করা হয়, ডুবন্ত জাহাজ পানির ওপরে তোলা হলে তার ভেতরে তল্লাশি চালানোর জন্য। পানির নিচে উদ্ধার অভিযান পরের দিন পুনরায় শুরু করা হবে বলে ঘোষণা দেয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত থেকে গণমাধ্যমকে ব্রিফ করেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্ণেল জিল্লুর রহমান, পিএসসি। এ সময় উপপরিচালক দিনমনি শর্মা, উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।