নগর প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জেলা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন প্রাপ্তি ও চট্টগ্রাম জেলা আদালতে ২৫ জন আইনজীবীর সমন্বয়ে লিগ্যাল এইড উইংস একইসাথে ১৫ জন চিকিৎসক দ্বারা ফ্রী মেডিক্যাল ক্যাম্প গঠন এবং ভাসমান মানুষের ফ্রী মরদেহের গোছলখানা ও কাফন ব্যবস্থাপনা অর্জনের সুসংবাদ জানান দিতে চট্টগ্রামে ঐতিহ্যবাহী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের উদ্যোগে জমঁকালো অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ৩১ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানাধীন সিএন্ডবি টেক বাজার এলাকায় আয়োজিত অভিষেক অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় পর্বে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে”সমতার সমাজ গড়ি:বৈষম্য দুর করি” প্রতিপাদ্য শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।সংগঠনের প্রধান উপদেষ্টা ও অ্যলাইন্স গভর্নর এস এম আজিজ। আলোচনায় ফুটন্ত কিশোর সংঘের সার্বিক সক্রিয়তা ও অর্জন নিয়ে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক এবং জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি ক্যাপিটাল ভিউজ এর নির্বাহী সম্পাদক এস এম আবুল বরকত আকাশ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক পুলিশ খ্যাত মোহাম্মদ শওকত।
ফুটন্ত কিশোর সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ফাহিম সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক ইমন সহ-দপ্তর সম্পাদক আসিফ প্রচার সম্পাদক সোহেল কার্যনির্বাহী সদস্য জুবায়ের মাহিন নয়ন ওমর ফারুক রোমান আজাদ হোসেন,রবিউল,ইফতেখার মুন্না,ছোটন মহাজন,জিল্লুর রহমান,ইসফারুল হাসান তাসিন,আনাস ইবনে আলী। সদস্য জাবেদ ইমতিয়াজ সাইদ রিমন,সোহান,সিয়াম আলী,সিহাব আব্দুল্লাহ,ইলহাম,তাসমি, মিনহাজ,ইরফাত,রাব্বি,রাতুল সহ প্রমুখ;
বক্তারা বলেন,সমাজকল্যাণ মন্ত্রণালয় অধিভুক্ত জেলা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন রেজি নং-৩২৬৯/২৫ পাওয়া একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের জন্য অনেক বড় পাওয়া ও অর্জন। রাষ্ট্রীয় এই স্বীকৃতি ফুটন্ত কিশোর সংঘকে দেশের সেবায় আরও একধাপ এগিয়ে দিলো যার দরুন তাদের কাঁধে দেশের সুনাম ও সেবার দায়ভার বেড়ে গেলো।




