স্পোর্টস ডেস্ক: আরও এক পয়েন্ট পেয়ে এবারের বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার (২৬ অক্টোবর) নাবি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু দফায় দফায় বৃষ্টির কারণে ম্যাচটি প্রথমে ৪৩, এরপর ২৭ ওভারে নেমে আসে।
সেখানে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। ভারত জবাব দিতে নেমে ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তোলার পর আবারও বৃষ্টি নামে। শেষ পর্যন্ত এই ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। তাতে শেষ ম্যাচে হার এড়িয়ে আরও এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে উপরে উঠেছে বাংলাদেশ।
৭ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে পাকিস্তান নেমে গেছে তলানিতে। নিউ জিল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ, শ্রীলঙ্কা ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ভারত ৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
বাংলাদেশের ছুড়ে দেওয়া ১২০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের স্মৃতি মান্ধানা ও আমানজোত কৌর অবিচ্ছিন্ন থেকে ৫৭ রান করেন। মান্ধানা ৬ চারে ৩৪ ও আমানজোত ২ চারে করেন ১৫ রান।
তার আগে বাংলাদেশের ইনিংসে শারমিন আক্তার ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন। ৪টি চারে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। সোবহানা মোস্তারি ৪ চারে করে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান। এছাড়া রুবাইয়া হায়দার ঝিলিক ১৩ ও রিতু মনি করেন ১১ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছোঁয়ার সুযোগ পাননি।
বল হাতে ভারতের রাধা যাদব ৬ ওভারে ৩০ রানে ৩টি উইকেট নেন। শ্রী চরণী ৬ ওভারে ২৩ রানে নেন ২টি উইকেট।




