স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনার হওয়া মানেই বিশাল এক যুদ্ধর মধ‌্য দিয়ে ক‌্যারিয়ার গড়া। শুরুতে একটু নাক সিটকানো, এরপরও অবহেলা। এরপর সামান‌্য সুনজর পাওয়ার পরও সুযোগের অপেক্ষায় কেটে যায় অনেক প্রহর। সব অবজ্ঞা পেরিয়ে, কন্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে যখন কেউ লাইমলাইটে চলে আসেন তার ওপর থাকে রাজ‌্যের চাপ। সেই চাপ সামলে নিতে পারেন খুব কম জনই।

রিশাদ হোসেন কাঁটা বিছানো সব পথ পেরিয়ে রঙিন পোশাকে নিজের উজ্জ্বল ক‌্যারিয়ারের ঝলক দেখিয়েছেন। শুরুতে টি-টোয়েন্টিতে নিজের জায়গা পাকাপাকি করেছেন। ওয়ানডেতে ছিলেন আসা-যাওয়ার মধ‌্যে। এখন সেখানেও নিজের অবস্থান তৈরি করে ফেলেছেন রিশাদ। ক্রিকেটের গর্ব টেস্ট ক্রিকেটে কী রিশাদ নিজের ঝলক দেখাতে পারবেন? সেটাই এখন বিরাট প্রশ্নের। রিশাদের মেন্টর হিসেবে কাজ করছেন কিংবদন্তি মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন। তার বিশ্বাস, রিশাদ লাল বলেও হয়ে উঠবেন মারাত্মক। তবে সাদা পোশাকে দলে নিজের জায়গাটা অর্জন করে নিতে হবে তার।

সোমবার (২০ অক্টোবর) মুশতাক বলেছেন, ‘‘আমি শতভাগ আশা করি সে টেস্ট খেলবে। সে টেস্ট ক্রিকেটের জন্য খুব ভালো হতে পারে, কিন্তু ভালো ওভার বোলিং করে তাকে সেই স্থান অর্জন করতে হবে।’’

উপমহাদেশের উইকেটে ভালো করার একটি নির্দিষ্ট প্রক্রিয়া, ছক থাকে। উইকেট থেকেও সাহায‌্য পেয়ে থাকেন স্পিনাররা। গুগলির সঙ্গে লেগ স্পিনারদের রিস্ট ও ফিঙ্গার স্পিন সাফল‌তার হার বাড়িয়ে দেয়। রিশাদ বর্তমানে তার রিস্ট ও গুগলিতে বেশ সাফল‌্য পাচ্ছেন।

মুশতাকের বিশ্বাস, ইংল‌্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলে রিশাদের মতো ক্রিকেটার আছেন যারা শেষ দিকে ব‌্যাটিংয়ের গভীরতাও বাড়ান এবং তারা ভালো বোলিংও করেন, ‘‘শেষ চার উইকেট, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে যারা গভীরভাবে ব্যাট করতে পারে, একজন লেগ-স্পিনার যিনি রিশাদের উচ্চতা এবং বাউন্সের সাথে ভালো বোলিং করতে পারেন। রিশাদ খুবই মারাত্মক হতে পারেন।’’

কিছুদিন আগে আবুধাবিত রিশাদ, রশিদ খান ও মুশতাকত আহমেদকে একসঙ্গে কথা বলতে দেখা যায়। মুশতাক নিজেদের মধ‌্যে কী আলাপ হয়েছিল তা সামনে আনলেন, ‘‘খুব ভালো (আলোচনা হয়েছে)। আমি চেয়েছিলাম তরুণ স্পিনার (রিশাদ) যেন তার (রশিদ) সাথে কথা বলে। তারা তাদের মতামত আদান-প্রদান করেছে। রিশাদ রশিদের চেয়ে আলাদা বোলার, কিন্তু তাদের দু’জনের মধ্যে ভাবনার আদান-প্রদান হয়েছে। তরুণ খেলোয়াড়দের জন্য রশিদ, আদিলের মতো সিনিয়র খেলোয়াড়দের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ। এটা একটা ভালো লক্ষণ যে লোকেরা এখন আন্তর্জাতিকভাবে তাকে মূল্যায়ন করতে শুরু করেছে।’’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনার হওয়া মানেই বিশাল এক যুদ্ধর মধ‌্য দিয়ে ক‌্যারিয়ার গড়া। শুরুতে একটু নাক সিটকানো, এরপরও অবহেলা। এরপর সামান‌্য সুনজর পাওয়ার পরও সুযোগের অপেক্ষায় কেটে যায় অনেক প্রহর। সব অবজ্ঞা পেরিয়ে, কন্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে যখন কেউ লাইমলাইটে চলে আসেন তার ওপর থাকে রাজ‌্যের চাপ। সেই চাপ সামলে নিতে পারেন খুব কম জনই।

রিশাদ হোসেন কাঁটা বিছানো সব পথ পেরিয়ে রঙিন পোশাকে নিজের উজ্জ্বল ক‌্যারিয়ারের ঝলক দেখিয়েছেন। শুরুতে টি-টোয়েন্টিতে নিজের জায়গা পাকাপাকি করেছেন। ওয়ানডেতে ছিলেন আসা-যাওয়ার মধ‌্যে। এখন সেখানেও নিজের অবস্থান তৈরি করে ফেলেছেন রিশাদ। ক্রিকেটের গর্ব টেস্ট ক্রিকেটে কী রিশাদ নিজের ঝলক দেখাতে পারবেন? সেটাই এখন বিরাট প্রশ্নের। রিশাদের মেন্টর হিসেবে কাজ করছেন কিংবদন্তি মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন। তার বিশ্বাস, রিশাদ লাল বলেও হয়ে উঠবেন মারাত্মক। তবে সাদা পোশাকে দলে নিজের জায়গাটা অর্জন করে নিতে হবে তার।

সোমবার (২০ অক্টোবর) মুশতাক বলেছেন, ‘‘আমি শতভাগ আশা করি সে টেস্ট খেলবে। সে টেস্ট ক্রিকেটের জন্য খুব ভালো হতে পারে, কিন্তু ভালো ওভার বোলিং করে তাকে সেই স্থান অর্জন করতে হবে।’’

উপমহাদেশের উইকেটে ভালো করার একটি নির্দিষ্ট প্রক্রিয়া, ছক থাকে। উইকেট থেকেও সাহায‌্য পেয়ে থাকেন স্পিনাররা। গুগলির সঙ্গে লেগ স্পিনারদের রিস্ট ও ফিঙ্গার স্পিন সাফল‌তার হার বাড়িয়ে দেয়। রিশাদ বর্তমানে তার রিস্ট ও গুগলিতে বেশ সাফল‌্য পাচ্ছেন।

মুশতাকের বিশ্বাস, ইংল‌্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলে রিশাদের মতো ক্রিকেটার আছেন যারা শেষ দিকে ব‌্যাটিংয়ের গভীরতাও বাড়ান এবং তারা ভালো বোলিংও করেন, ‘‘শেষ চার উইকেট, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে যারা গভীরভাবে ব্যাট করতে পারে, একজন লেগ-স্পিনার যিনি রিশাদের উচ্চতা এবং বাউন্সের সাথে ভালো বোলিং করতে পারেন। রিশাদ খুবই মারাত্মক হতে পারেন।’’

কিছুদিন আগে আবুধাবিত রিশাদ, রশিদ খান ও মুশতাকত আহমেদকে একসঙ্গে কথা বলতে দেখা যায়। মুশতাক নিজেদের মধ‌্যে কী আলাপ হয়েছিল তা সামনে আনলেন, ‘‘খুব ভালো (আলোচনা হয়েছে)। আমি চেয়েছিলাম তরুণ স্পিনার (রিশাদ) যেন তার (রশিদ) সাথে কথা বলে। তারা তাদের মতামত আদান-প্রদান করেছে। রিশাদ রশিদের চেয়ে আলাদা বোলার, কিন্তু তাদের দু’জনের মধ্যে ভাবনার আদান-প্রদান হয়েছে। তরুণ খেলোয়াড়দের জন্য রশিদ, আদিলের মতো সিনিয়র খেলোয়াড়দের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ। এটা একটা ভালো লক্ষণ যে লোকেরা এখন আন্তর্জাতিকভাবে তাকে মূল্যায়ন করতে শুরু করেছে।’’