ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে এ অভিযান চালানো হয়। সহকারি কমিশনার (ভূমি) কক্সবাজার সদরের শারমিন সোলতানার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। এতে দোকানের বাহিরে মালামাল রাখা একাধিক দোকান মালিককে তা সরিয়ে নিতে বাধ্য করা হয়।

ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোডের আশেপাশের দোকানগুলোতে এ অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি দোকান মালিককে সতর্ক করা হয়। জনগণের চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে যারা দোকানের পসরা সাজিয়েছেন তাদেরকে তা উন্মুক্ত করার জন্য নির্দেশনা দেয়া হয়।

সহকারি কমিশনার (ভূমি) শারমিন সোলতানা জানান, অভিযানে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ আইন- ২০০৯ অনুসারে ছয়টি দোকান থেকে মোট ৪৩ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায়কৃত দোকানপাটের মধ্যে রয়েছে ফলের দোকান, মনিহারির দোকান, ক্রোকারিজ দোকান প্রভৃতি। এছাড়া চাউল বাজারের পূর্ব পাশের জন চলাচলের পথটি উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট দখলদারদের নির্দেশ দেয়া হয়।

অভিযানকালে জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল হুদা, ঈদগাঁও ইউনিয়নের মেম্বার কামাল উদ্দিন, ঈদগাঁও ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী উছাইথিন মারমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে এ অভিযান চালানো হয়। সহকারি কমিশনার (ভূমি) কক্সবাজার সদরের শারমিন সোলতানার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। এতে দোকানের বাহিরে মালামাল রাখা একাধিক দোকান মালিককে তা সরিয়ে নিতে বাধ্য করা হয়।

ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোডের আশেপাশের দোকানগুলোতে এ অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি দোকান মালিককে সতর্ক করা হয়। জনগণের চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে যারা দোকানের পসরা সাজিয়েছেন তাদেরকে তা উন্মুক্ত করার জন্য নির্দেশনা দেয়া হয়।

সহকারি কমিশনার (ভূমি) শারমিন সোলতানা জানান, অভিযানে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ আইন- ২০০৯ অনুসারে ছয়টি দোকান থেকে মোট ৪৩ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায়কৃত দোকানপাটের মধ্যে রয়েছে ফলের দোকান, মনিহারির দোকান, ক্রোকারিজ দোকান প্রভৃতি। এছাড়া চাউল বাজারের পূর্ব পাশের জন চলাচলের পথটি উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট দখলদারদের নির্দেশ দেয়া হয়।

অভিযানকালে জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল হুদা, ঈদগাঁও ইউনিয়নের মেম্বার কামাল উদ্দিন, ঈদগাঁও ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী উছাইথিন মারমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।