নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬লেন করার দাবীতে লোহাগাড়ায় মানববন্ধনের আয়োজন করা হয় উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে।আজ বুধবার(২২অক্টোবর) বিকালে উপজেলা সদরের লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা জামায়াত ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলাম আবাদী।
সঞ্চালনায় ছিলেন সেক্রেটারী অধ্যক্ষ আ.ন.ম নোমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াত ইসলামীর নায়বে আমরী অধ্যাপক আবু তাহের, উপজেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদের সদস্যগণ ও উপাজেলাধীন বিভিন্ন ইউনিয়ন আমির ও সেক্রেটারীসহ অন্যান্য দায়িত্বশীলগণ।
মানববন্ধনের আলহাজ শাহাজান চৌধুরী বলেন, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক ৬লেনে উন্নীত করা প্রয়োজন। জনগণের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর আন্দোলন যৌক্তিক। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনকল্যাণমুুখী সংগঠন, মানুষের কল্যাণে এ সংগঠন সবসময় কাজ করে। লোহাগাড়া সাতকানিয়াসহ পুরো দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬লেন করতে হবে। অন্যতায় বাংলাদেশ জামায়াত ইসলামী সকল উপজেলার জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।