গাজীপুর জেলা প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১৫১ জন সুফলভোগী পরিবারের মাঝে দু’টি করে বাড়ন্ত বকনা ছাগল, ২৫ কেজির ১ বস্তা ছাগলের খাবার, পাঁচটি ফ্লোর ম্যাট, চারটি পিলার ও দুটি ঢেউটিন বিতরণ করা হয়।

আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুরে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে এসব ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

এসময় বক্তব্য রাখেন- কৃষিবিদ আমানউল্লাহ আমান, কৃষিবিদ বেলাল সিদ্দিকী, জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, সালাহউদ্দিন, কৃষিবিদ সানাউল হোসেন সনি, সদর উপজেলা দপ্তর ও হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ এস. এম. হারুন-অর-রশিদ, গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি সাফি বিন আমজাদ আলভী প্রমুখ।

উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নারগিস খানম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ কমিশনার কৃষিবিদ অশোক কুমার পাল (খোকন), কৃষিবিদ ডাঃ বাপ্পী, কৃষিবিদ আশরাফুল ইসলাম সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া বলেন, সমতলভূমির অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৫১ জন সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে ছাগল’সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। আমরা নিয়মিত তদারকির মাধ্যমে এসব ছাগল দেখভাল’সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবো।

গাজীপুর জেলা প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১৫১ জন সুফলভোগী পরিবারের মাঝে দু’টি করে বাড়ন্ত বকনা ছাগল, ২৫ কেজির ১ বস্তা ছাগলের খাবার, পাঁচটি ফ্লোর ম্যাট, চারটি পিলার ও দুটি ঢেউটিন বিতরণ করা হয়।

আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুরে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে এসব ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

এসময় বক্তব্য রাখেন- কৃষিবিদ আমানউল্লাহ আমান, কৃষিবিদ বেলাল সিদ্দিকী, জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, সালাহউদ্দিন, কৃষিবিদ সানাউল হোসেন সনি, সদর উপজেলা দপ্তর ও হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ এস. এম. হারুন-অর-রশিদ, গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি সাফি বিন আমজাদ আলভী প্রমুখ।

উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নারগিস খানম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ কমিশনার কৃষিবিদ অশোক কুমার পাল (খোকন), কৃষিবিদ ডাঃ বাপ্পী, কৃষিবিদ আশরাফুল ইসলাম সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া বলেন, সমতলভূমির অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৫১ জন সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে ছাগল’সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। আমরা নিয়মিত তদারকির মাধ্যমে এসব ছাগল দেখভাল’সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবো।