দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ওই আসনে জামায়াতের এমপি প্রার্থী ছিলেন।
রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলা উদ্দিন সিকদারের সভাপতিত্বে জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে মো. সিরাজুল ইসলামকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রোববার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রচার সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে দেওয়া তার একটি বক্তব্যকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বক্তব্যে জামায়াতের ওই নেতা বলেছিলেন, ‘বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ এ বক্তব্যটি গণমাধ্যমে প্রচারিত হলে তা ব্যাপক বিতর্কের জন্ম দেয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এটি মো. সিরাজুল ইসলামের ব্যক্তিগত মতামত, যা দলের নীতিমালার পরিপন্থী। দল মনে করে, এ বক্তব্য বিনয়বর্জিত এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।’
জামায়াত আরও জানিয়েছে, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম একে অপরের প্রতিপক্ষ নয় বরং পরস্পরের পরিপূরক। অতীতে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল, ভবিষ্যতেও তা বজায় থাকবে, এটাই জামায়াতের প্রত্যাশা।




