চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় অস্বা¯’্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে আর রহমান বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, চকরিয়া পৌরশহরের বিভিন্ন এলাকায় একাধিক বেকারি রয়েছে। বেকারি গুলো প্রতিনিয়ত নিন্মমানের খাদ্য উৎপাদন করছে।
‘খাদ্যে ভেজাল ও নোংরা পরিবেশ রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সোমবার সকালে নোংরা পরিবেশে খাবার তৈরি এবং সরাসরি বাজারজাত করায় বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। ভবিষ্যতে পরিছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক করা হয়েছে।
Post Views: 182




