নগর প্রতিবেদক: কর্ণফুলীর (বামতীর) হাউজিং সোসাইটিতে দীর্ঘ বছর যাবৎ মিঠা পানির অভাবে প্লট মালিকরা স্থায়ী আবাসন তৈরী করতে না পারায় এ সম্ভাবনাময়ী প্রকল্পটিতে মিঠা পানির যোগান দিতে আজ শনিবার(২১ জুন) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম এর সাথে সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটির এজিএম সভা অনুষ্ঠিত হয়। এই প্রকল্পে মিঠা পানির যোগান দিতে চট্টগ্রাম ওয়াসার সাথে আলোচনা সাপেক্ষে সিডিএ চেয়ারম্যান সৎ প্রকৌশলী নুরুল করিম দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে।
সিডিএ চেয়ারম্যান সৎ প্রকৌশলী নুরুল করিম বলেন,দীর্ঘ ৩৩ বছর সুপেয় পানির অভাবে প্রকল্পটি আলোর মুখ দেখেনি। ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প থেকে প্লট মালিকদের নিজস্ব অর্থায়নে সিডিএ অচিরেই পানি সংযোগ প্রদানের ব্যবস্থা করবে এবং সিডিএ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিল্ডিং বানানো যাবে।
তিনি বলেন, প্লট মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনা শেষে সকল সুবিধা- অসুবিধা বিবেচনায় এ ধরণের একটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে । যা সমিতির এজিএম-এ পাশ হলে আর কোন আইনী বাধা বিপত্তি থাকবে না । প্রকল্পটি বাস্তবায়ন হলে একদিন প্লট মালিকরা নিজস্ব ভূমিতে বাড়ি-ঘর নির্মাণ করতে পারবে । অপর দিকে মহানগরীর তীব্র আবাসন সংকট নিরসন হবে এবং সরকারও বিপুল রাজস্ব লাভ করবে। দীর্ঘদিনের পরিত্যক্ত প্রায় প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সিডিএ- এ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে । নতুন কোন প্রকল্প হাতে নেয়ার পূর্বেই এ সব অসম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নে সিডিএ কর্তৃপক্ষ বদ্ধ পরিকর।তিনি এ ব্যাপারে প্লট মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সকলের সহযগিতা কামনা করেন।
প্লট মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহ্সানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সমিতির অর্থ সম্পাদক এডভোকেট মোঃ সেলিম উদ্দিন, সহ-সভাপতি গোলাম ওয়ারেছ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল হুদা চৌধুরী, উপদেষ্টা সাবেক জেলা পি পি ও বার এসোসিয়েশন সভাপতি এডভোকেট মোঃ কফিল উদ্দিন চৌধুরী, জেলা পি পি এডভোকেট মোঃ কাশেম চৌধুরী, সিপিডিএল-এর চেয়ারম্যানের পক্ষে খাইরু জামান জোয়ার্দার, সিডিএ প্রকল্প পরিচালক মোঃ ইলিয়াস প্রমুখ ।
সভায় বক্তাগণ প্রকল্পটি বাস্তবায়নে চ.উ.ক চেয়ারম্যানের উদ্যোগকে স্বাগত জানান এবং এ জন্য তাঁকে ও বোর্ড মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সমিতি নেতৃবৃন্দ প্রকল্পটি বাস্তবায়নে দ্রুত প্ল্যান পাশ, সমিতির কার্যালয় প্রতিষ্ঠা কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল মওকুফে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সিডিএ’র আন্তরিক সহযোগিতা ও পদক্ষেপ প্রত্যাশা করেন ।
সভাপতির সমাপনি বক্তব্য ও মতবিনিময় সভা শেষে সমিতির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হয়। এতে ৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ ও ২০২৫-২০২৭ দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠিত সভা হয় ।
ওয়াসার পানি সংযোগ প্রদানের জন্য সিডিএ’র নির্দিষ্ট ফান্ডে কাঠা প্রতি ৫০ হাজার টাকা জমা প্রদান ও সদস্য ফি ৫০০০ টাকা ধার্যের সিদ্ধান্ত গৃহীত হয়।
সবশেষে সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মুনাজাত করেন এডভোকেট আলমগীর মহম্মদ ইউনুস।




