প্রেস বিজ্ঞপ্তি: রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর)বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় পরিষদের প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ‘চাঁদের হাসি’র মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান।
পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইয়িদ তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে ও পরিষদের সিনিয়র সহ-সভাপতি কবি পারভীন আকতারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোরশেদ আলম ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলম-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি নানাবিধ আয়োজনের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে নান্দনিক সূচনা বক্তব্য প্রদান করেন পরিষদের সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ।
আলোচনা পর্বে বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সহ-সভাপতি কবি আলী আজগর, আবু নাসের, মিসেস নাছিমা আকতার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মো. মজিবুর রহমান।
এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন- রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াছ তালুকদার, সহ -সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাধারণ সম্পাদক নুরুল আবচার চৌধুরী, শিক্ষক নেতা ইউসুফ মাস্টার, উপদেষ্টা মাস্টার মোহাম্মদ সেলিম, অর্পণ বড়ুয়া, নোমান জাভিদ তালুকদার, আজাদ শাহ, মো জাহেদুর রহমান, মোহাম্মদ ইকবাল, বেলাল হোসেন, রাসেল আহমেদ, তুহিন, সানজিদা আকতার লিজা, জেসি আকতার, সায়মা আলম, রবিউল মোস্তফা মুন্না, জুয়েলসহ আরও অনেকে।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে কবিদের স্বরচিত কবিতা পাঠে পুরো মিলনায়তন হয়ে ওঠে কবিতার আলোয় আলোকিত ও নন্দিত।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিনিবার জুনিয়র ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
সমগ্র আয়োজনটি ছিল সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলা, যা উপস্থিত সকলকে গভীর অনুপ্রেরণা ও আনন্দ প্রদান করে।




