নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে পটিয়ায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকত দম্পতি আটক হয়েছে গত ২০জুন শুক্রবার দিনগত রাতে।
লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের খাসমহল এলাকায় এক মুদির দোকানের সামনে পুলিশের হাতে ধরা পড়ে এ দম্পতি। এ ডাকাত দম্পতির ব্যাগে পাওয়া গেল অগ্নেয়াস্ত্র, গুলি, স্বর্ণালংকা, নগদ টাকা ও মোবাইল সেট।
আটক দম্পতি হল বাঁশখালী উপজেলার গুইল্ল্যাখালী মাইজপাড়ার মনঞ্জুর আলম ও তার স্ত্রী হাছিনা বেগম। এ দম্পতি পার্বত্য বান্দরবানের লামা উপজেলার আজিজনগর হিমছড়ি এলাকায় বসবাস করে আসছে।
পুলিশের জিজ্ঞসাবাদে এ দম্পতি পটিয়ায় ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসছে পালিয়ে। আটকের পর তল্লাশীতের মনঞ্জুর আলমের ব্যাগে পাওয়া গেছে দেশীয় তৈরী ২টি অগ্নেয়াস্ত্র। তার স্ত্রীর ব্যাগে পাওয়া যায় ৫রাউন্ড গুলি, স্বর্ণালংকার, নগদ ৪৮হাজার ৫শ টাকা ও ২টি মোবাইল সেট।
সূত্র মতে মনঞ্জুর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এ ডাকাত দম্পতির বিরুদ্ধে লোহাগাড়া থানায় অস্ত্র আইনে ,মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, পটিয়ায় সংগঠিত ডাকাতিতে জড়িত এবং এদলের সদস্য তারা।




