নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক হয়েছে ৩৮ বছরের মোঃ নাছির নামে ডাকাত দলের এক সদস্য। তার স্বীকারোক্তি মতে নিজ বসত ঘরের লাকড়ির স্তুপের ভিতর পাওয়া গেছে দেশীয় তৈরী এক নলা একটি বন্ধুক, ২ রাউন্ড কাতুর্জ ও ধারালো একটি দা।

তাকে আটক করা হয় লোহাগাড়া উপজেলা সদরের রশিদের পাড়া এলাকায় পতিত এক ভবন থেকে। সে এ ভবনে বসে ইয়াবা সেবন করছিল বলে জানা গেছে।

গোপন তথ্যের ভিত্তিতে গত ১৬ জুন সোমবার রাত সাড়ে ৯টায় তাকে আটক করা হয়। আটকের তার দেওয়া তথ্য মতে উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা গ্রামে তার নিজ বসত ঘরের পেছনে লাকড়ির স্তুপের ভিতর বিশেষভাবে লুকিয়ে রাখা এসব অস্ত্র পাওয়া যায়।

আটক মো. নাছির বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী গ্রামের নতুন পাড়ার মৃত বশির আহমদের পুত্র এবং এলাকার কুখ্যাত ডাকাত দল তৌহিদ গ্রুপের অন্যতম সদস্য বলে জানা গেছে।

এব্যাপারে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্র বলছে তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক হয়েছে ৩৮ বছরের মোঃ নাছির নামে ডাকাত দলের এক সদস্য। তার স্বীকারোক্তি মতে নিজ বসত ঘরের লাকড়ির স্তুপের ভিতর পাওয়া গেছে দেশীয় তৈরী এক নলা একটি বন্ধুক, ২ রাউন্ড কাতুর্জ ও ধারালো একটি দা।

তাকে আটক করা হয় লোহাগাড়া উপজেলা সদরের রশিদের পাড়া এলাকায় পতিত এক ভবন থেকে। সে এ ভবনে বসে ইয়াবা সেবন করছিল বলে জানা গেছে।

গোপন তথ্যের ভিত্তিতে গত ১৬ জুন সোমবার রাত সাড়ে ৯টায় তাকে আটক করা হয়। আটকের তার দেওয়া তথ্য মতে উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা গ্রামে তার নিজ বসত ঘরের পেছনে লাকড়ির স্তুপের ভিতর বিশেষভাবে লুকিয়ে রাখা এসব অস্ত্র পাওয়া যায়।

আটক মো. নাছির বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী গ্রামের নতুন পাড়ার মৃত বশির আহমদের পুত্র এবং এলাকার কুখ্যাত ডাকাত দল তৌহিদ গ্রুপের অন্যতম সদস্য বলে জানা গেছে।

এব্যাপারে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্র বলছে তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।