সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সকাল বেলা চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামির সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামির আমির ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরীকে। বিকালে মহানগরীর আমীরের পদ থেকে সরিয়ে মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়।
আজ শুক্রবার(১৩ জুন) সাংগঠনিক সফরে এসে সাতকানিয়ার দায়িত্বশীল সমাবেশে দলীয় প্রার্থী ঘোষণা ও একই দিন বিকালে মহানগর জামায়াতে ইসলামি আয়োজিত বিশেষ দায়িত্বশীল সভায় দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ সিদ্ধান্ত দেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামির সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এ প্রতিবেদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নজরুল ইসলামের বাড়ি সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে এবং শাহজাহান চৌধুরীর বাড়িও সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকায়।
এ ব্যাপারে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, কেন্দ্রে এখন শাহাজাহান চৌধুরীকে দলীয় কার্যক্রমে আরও বেশি মনোনিবেশ করতে হবে এবং নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয়ভাবে তাঁর প্রয়োজন এখন বেশি। আগে কেন্দ্র ও মহানগর মিলে দ্বৈত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি একটু চাপে থাকত। আর আগামী নির্বাচনেও যেহেতু ওনাকে সংসদ সদস্য প্রার্থী করা হয়েছে সেখানেও ব্যস্ত সময় পার করতে হবে। তাই ওনাকে মহানগর আমিরের পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ অক্টোবর ঢাকাস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মপরিষদের ভার্চুয়ালি সভায় সদস্যদের (রুকন) ভোটে শাহাজাহান চৌধুরীকে চট্টগ্রাম মহানগরীর আমির নির্বাচিত করা হয়। জামায়াতে ইসলামির কেন্দ্রীয় আমির ডা.শফিকুর রহমান এ ঘোষণা দেন।




