নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও এলাকাবাসীর সহযোগিতায় চিহ্নিত ছয় কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে সেনাবাহিনী।আজ শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।
সেনাবাহিনী জানায়, গত কয়েকদিন ধরে উপজেলার ছদাহা ইউনিয়নে এক কিশোর গ্যাং এর বিরুদ্ধে মারধর, অপহরণ ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে ওই এলাকায় সেনা টহল জোরদার করা হয়। শুক্রবার দুপুরে ওই এলাকায় টহলের সময় আটককৃত কিশোর গ্যাং সদস্যদের গতিবিধি লক্ষ্য করে সেনাবাহিনী। একপর্যায়ে সেনাবাহিনীর টহল টিম স্থানীয়দের সহযোগিতায় ওই কিশোর গ্যাং এর ছয় সদস্যকে আটক করতে সক্ষম হন।
সাতকানিয়ায় স্থাপিত সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও এলাকাবাসীর সহযোগিতায় ছয় কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা এলাকায় পূর্ব থেকেই অপরাধী হিসেবে পরিচিত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা বলেন, সেনাবাহিনী ছয় কিশোর গ্যাং সদস্যকে আটক করে আমাদের নিকট হস্তান্তর করেছে। আটককৃতদের যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




