নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আবদুল্লাহ ওরফে আবদুল নুর (৪৭) কে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।শুক্রবার (৩০ মে) রাত ১১টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া কলেজ এলাকায় নির্মাণাধীন ফার্মে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
এ ডাকাত সর্দার বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের খিজিরপুর এলাকার বহর তালুকদার বাড়ীর মৃত আবুল হাশেমের পুত্র।
সূত্র মতে, এ ডাকাত সর্দারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৩১টি বিভিন্ন মামলা রয়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া কলেজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্বে পার্শ্বে নির্মাণাধীন একটি খামারের সামনে পাকা নির্জ্জন জায়গায় স্বসস্ত্র একদল ডাকাত সমবেত হয়েছে। এসংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এসময় আটক হন ডাকত দলের সর্দার অন্যরাকৌশলে দ্রুত পালায়।
পুলিশ ডাকাত সর্দারের দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরী এলজি, ৫রাউন্ড কাতুর্জ, ২টি লোহার ক্রিস, ৩টি ছুরি, ২টি মুখোশ এবং ১টি লোহার সাবল পাওয়া যায়।
এ ব্যাপারে লোহাগাড়া থানায় অস্ত্র ও ডাকাতির বিষয়ে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।




