নিজস্ব প্রতিবেদক: পার্বত্য রাঙ্গামাটি জেলার উত্তর বন বিভাগ চলতি অর্থ বৎসরের গত ৯ মাসে ২ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৩৫৮ টাকা রাজস্ব আয় করেছে।
রাঙ্গামাটি উত্তর বন বিভাগের অফিস সূত্রে জানা যায়,২০২৪-২০২৫ অর্থ বৎসরে এ বন বিভাগ ৪ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।এক পরিসংখ্যানে দেখা যায়,গত জুলাই “২৪ থেকে মার্চ” ২৫ পর্যন্ত ৮ মাসেএ রাজস্ব আয় করেছে ১কোটি,৮৬ লাখ,৭৪ হাজার ৫৪৮ টাকা। গত এপ্রিল এক মাসে এ রাজস্ব আদায় হয় ২২ লাখ২২ হাজার ৮১০ টাকা। এ হিসেবে চলতি অর্থ বৎসরের ৯ মাসে মোট রাজস্ব আদায় হয় ২কোটি,৮৯ লাখ, ৭ হাজার ৩৫৮ টাকা।
সংশ্লিষ্ট সুত্র আরো জানায়, ক্রমপুঞ্জিত এ রাজস্ব আদায়ের বিভিন্ন খাত থেকে এ অর্থ আদায় করা হয়েছে। যেসব খাত থেকে এ রাজস্ব আদায় হয়,সেসব খাত সমূহ হচ্ছে বিভিন্ন লাইসেন্স ফি বাবদ প্রাপ্ত ৫৭৫০ টাকা। দরপত্র দলিল ফি ২৪০০ টাকা। টিম্বার বিক্রয় ৩০লাখ ৬২ হাজার, ৭৮৩ টাকা। জরিমানা বাবদ ৪২০০০ / টাকা। অন্যান্য আদায় বাবদ ২ লাখ, ৪৬ হাজার, ৩১৫ টাকা। প্রাকৃতিক সম্পদ ব্যবহারের অনুমতি পত্র থেকে প্রাপ্ত ১ কোটি, ৭৪ লাখ,৭৩ হাজার ৫৯০ টাকা। অতিরিক্ত খাত থেকে প্রাপ্ত ৬৪ হাজার ৫২০ টাকা।
এ দিকে, পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটির উত্তর বন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একজন কর্মকর্তা এ প্রতিবেদককে জানায়, এ বন বিভাগ চলতি অর্থ বৎসের এ যাবত মোট রাজস্ব আয় করেছে ২কোটি,৮৯ লাখ,৭হাজার, ৩৫৮ টাকা। তাছাড়াও এ বন বিভাগ প্রতিষ্ঠান কাটা গরি হিসেবে সরকারের কাছে আয়কর দিয়েছে ৩ লাখ, ১৮হাজার, ৬০৭টাকা। কর্মকর্তা – কর্মচারী ৪৮ হাজার ৬০০ টাকা। ভ্যাট দিয়েছে ৩৯ লাখ ৭ হাজার১৭০ টাকা। ঋণের আদায় কর্মকর্তা- কর্মচারী থেকে ৩৫ হাজার ৫৪০ টাকা। সারচার্জ প্রদান করেন ৫ হাজার ২৫৪ টাকা।
এ হিসেব মতে, এ বন বিভাগ মোট ট্যাক্স দিয়েছে ৪৩লাখ, ২৮ হাজার,৭৬১টাকা। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আগামী ২ মাসের মধ্যে এ বিভাগের লক্ষ্যমাত্রা পূরণের জন্য নানা উদ্যোগ নিয়েছে। এ নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে তিনি পুন: আশাবাদ ব্যক্ত করেন।




