চকরিয়া অফিস : চকরিয়া-মহেশখালী সড়কের সিএনজি চালক মোহাম্মদ আলী হাসান (৫৫) মৃত্যু বরণ করেন।আজ মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) সকাল ১০টায় নিজ বাড়িতে স্ট্রোক করে। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করা হয়। বদরখালী ছনুয়াপাড়া বায়তুর রহমত জামে মসজিদ প্রাঙ্গনে আছর নামাজের পর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শ্রমিক ইউনিয়নের সদস্যরা শোক প্রকাশ করেন।
বৃহত্তর চকরিয়া ও মাতামুহুরী অটোরিকশা টেম্পু ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন(রেজি:চট্ট-১৪৯১) এর সভাপতি মোহাম্মদ ইদ্রিস ও সাধারণ সম্পাদক হাজী নুরুল আমিন মৃত্যু ফাউন্ড থেকে নিহতের ছেলে আব্দুল মালেককে ২০ হাজার টাকার চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সম্পাদক মিনহাজ উদ্দিন, অর্থ সম্পাদক আবুল কাশেম, লাইন সম্পাদক বেলাল উদ্দিন, সদস্য মনিরুল ইসলাম ২, এবং তোফায়েল প্রমুখ।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।




