চকরিয়া অফিস: মাদক ব্যবসা চুরি, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, বালুদস্যুতা সহ বিভিন্ন মামলার পলাতক আসামি শওকত ওসমানকে গ্রেফতার করেছে পুলিশ। চকরিয়া থানার সহকারি উপপরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশআজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনালের কিচেন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শওকত চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের তরছপাড়া এলাকার আবু তাহেরের পুত্র।

পুলিশ জানায়, শওকতেরবিরুদ্ধে পার্বত্য লামা উপজেলার বিজ্ঞ সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং সিআর ২২৫/২৪, চট্টগ্রাম এর সীতাকুন্ড থানার মামলা নং-২৭/২০২৪ (জিআর নং-১৩৩/২৪), চকরিয়া থানার মামলা নং ৩৫/২০২৪ (জিআর নং-২৩৪/২০২৪), মামলা নং সিআর-১৭৩১/২০২৪, জি.আর ২৩৪/২০২৪, সি.আর ৯৪৫/২০২৪, থানায় সাধারণ ডায়েরি নং ৯২৮/২০২৪, সাধারণ ডায়েরি নং ১০৮৮/২০২৪ইং. এছাড়াও চকরিয়া পৌরসভার গ্রাম আদালতের মামলা নং-১১১/২০২৩ ইং এর আদেশ, জেলা প্রশাসক কক্সবাজার, র‌্যাব ১৫, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং চকরিয়া সেনা ক্যাম্পসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অসংখ্য অভিযোগ রয়েছে শওকতের বিরুদ্ধে। ইতিপূর্বে তার অপরাধ কর্মকান্ড নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে সংবাদও ছাপানো হয়েছে। তার বিরুদ্ধে ভূমি দখলা, বালুদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে শওকত একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছে। প্রশাসন, জমি মালিক ও স্থানীয় জন সাধারণের বাধা উপেক্ষা করে মাতামুহুরী নদী ও ব্যক্তি মালিকানাধিন জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। তার বাহিনীর হুমকির কারণে চাষাবাদ করতে পারছে না অনেক কৃষক। তার বিরুদ্ধে ইতিপূর্বে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। আইনশৃঙ্খলাবাহিনীকে ফাঁকি দিয়ে বীরদর্পে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। চট্টগ্রামের সীতাকুন্ড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে। শওকত বিগত সরকারের আমলে সাবেক এক পৌর কাউন্সিলরের প্রভাবে এসব অপকর্ম করতেন বলে জানান স্থানীয়রা। বর্তমানে দল পাল্টিয়ে স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় একই অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ লোকজন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের ভুঁইয়া বলেন, পুলিশি অভিযাগে ধৃত শওকতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চলমান অসংখ্য মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

চকরিয়া অফিস: মাদক ব্যবসা চুরি, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, বালুদস্যুতা সহ বিভিন্ন মামলার পলাতক আসামি শওকত ওসমানকে গ্রেফতার করেছে পুলিশ। চকরিয়া থানার সহকারি উপপরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশআজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনালের কিচেন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শওকত চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের তরছপাড়া এলাকার আবু তাহেরের পুত্র।

পুলিশ জানায়, শওকতেরবিরুদ্ধে পার্বত্য লামা উপজেলার বিজ্ঞ সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং সিআর ২২৫/২৪, চট্টগ্রাম এর সীতাকুন্ড থানার মামলা নং-২৭/২০২৪ (জিআর নং-১৩৩/২৪), চকরিয়া থানার মামলা নং ৩৫/২০২৪ (জিআর নং-২৩৪/২০২৪), মামলা নং সিআর-১৭৩১/২০২৪, জি.আর ২৩৪/২০২৪, সি.আর ৯৪৫/২০২৪, থানায় সাধারণ ডায়েরি নং ৯২৮/২০২৪, সাধারণ ডায়েরি নং ১০৮৮/২০২৪ইং. এছাড়াও চকরিয়া পৌরসভার গ্রাম আদালতের মামলা নং-১১১/২০২৩ ইং এর আদেশ, জেলা প্রশাসক কক্সবাজার, র‌্যাব ১৫, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং চকরিয়া সেনা ক্যাম্পসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অসংখ্য অভিযোগ রয়েছে শওকতের বিরুদ্ধে। ইতিপূর্বে তার অপরাধ কর্মকান্ড নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে সংবাদও ছাপানো হয়েছে। তার বিরুদ্ধে ভূমি দখলা, বালুদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে শওকত একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছে। প্রশাসন, জমি মালিক ও স্থানীয় জন সাধারণের বাধা উপেক্ষা করে মাতামুহুরী নদী ও ব্যক্তি মালিকানাধিন জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। তার বাহিনীর হুমকির কারণে চাষাবাদ করতে পারছে না অনেক কৃষক। তার বিরুদ্ধে ইতিপূর্বে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। আইনশৃঙ্খলাবাহিনীকে ফাঁকি দিয়ে বীরদর্পে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। চট্টগ্রামের সীতাকুন্ড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে। শওকত বিগত সরকারের আমলে সাবেক এক পৌর কাউন্সিলরের প্রভাবে এসব অপকর্ম করতেন বলে জানান স্থানীয়রা। বর্তমানে দল পাল্টিয়ে স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় একই অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ লোকজন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের ভুঁইয়া বলেন, পুলিশি অভিযাগে ধৃত শওকতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চলমান অসংখ্য মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।