নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নের লালারখীল এলাকায় নিখোঁজ এক শিশুর লাশ পাওয়া গেছে বসতভিটার অদুরে এক পুকুরে।
২৬ জানুয়ারী রবিবার সকাল বেলা পুকুরে ভাসমান অবস্থায় ৬বছরের আব্দুর রহমান নামে পাওয়া গেল এই শিশুর লাশ। এই শিশু লালারখীলের নুরুল কবিরের ছেলে। সূত্র মতে গত ২৫জানুয়ারী শনিবার এই শিশু নিখোঁজ হয়।
সূত্র মতে, শনিবার সকাল বেলা যে কোন এক সময় খেলতে এই শিশু বের হয় ঘর থেকে। সন্ধ্যায়ও ফিরেনি সে। ফলে স্বজনরা খোঁজ খবর নেয় বিভিন্ন স্থানে। কিন্তু পায়নি। রাতের পর রবিবার প্রতিবেশি এক মহিলা এই শিশুর লাশ দেখতে পায় পুকুরে ভাসমান অবস্থায়। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে সবার অগোচরে অসাবধানতা বশতঃ পড়ে যায় পুকুরে।
Post Views: 188




