চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ চৌদ্দগ্রামে চাঁদার দাবীতে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজার ব্যবসায়ী মেসার্স আল মদিনা ট্রেডার্স এর মালিক এবং দশবাহা গ্রামের মোহাম্মদ হাশেমের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম সোহেলের উপর পার্শ্ববর্তী খাটরা গ্রামের কিশোর গ্যাং সন্ত্রাসী মোহাম্মদ রফিক, মোহাম্মদ বাবলু ও মোঃ মনির সহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী বহুদিন ধরে চাঁদা দাবি করে আসছিল এবং দাবীকৃত চাঁদা না দিলে তাকে গুণবতী বাজারে ব্যবসা করতে দিবে না ও তাকে মেরে ফেলার হুমকি প্রদান করা হয়।
আহত ব্যবসায়ী তৌহিদুল ইসলাম সোহেল জানান, বর্ণিত বিবাদী সন্ত্রাসীগণ আমার দোকানে অনাধিকার প্রবেশ করে সংঘবদ্ধভাবে এসে বিভিন্ন ইস্যু দেখিয়ে আমার নিকট চাঁদা দাবি করে এবং আমি তাদের ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বাঁচানোর লক্ষ্যে প্রত্যেক বার ৫ থেকে ৭ হাজার টাকা চাঁদা দিয়ে আসছি। গত তিন দিন আগে তারা আমার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করলে আমি চাঁদার টাকা না দেওয়াতে তারা আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলবে এবং আমার বড় ধরনের দুর্ঘটনা করে ফেলবে বলে হুমকি প্রদান করে।
চাঁদা না দেয়ার সূত্র ধরে চাঁদাবাজরা গত বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) আনুমান বেলা ১২টায় মেসার্স আল মদিনা ট্রেডার্স এর সামনে ৮ /১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা, চেনি, সাইনিজ কুরাল ও প্লাস্টিকের পাইপ হাতে নিয়ে দোকানে প্রবেশ করে তার কাছে চাঁদা দাবি করলে আমি টাকা দিতে অস্বীকার করিলে তাকে কিল- ঘুশি লাথি এবং দেশীয় অস্ত্র দিয়ে আমার মাথায় সজোরে বাড়ি মেরে মাথা ফাটিয়ে ফেলে এবং সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় বাজারের লোকজন দ্রুত চৌদ্দগ্রাম জেনারেল হাসপাতালে তৌহিদুল ইসলাম সোহেলকে ভর্তি করায়।
তৌহিদুল ইসলাম সোহেলের উপর হামলার ঘটনা নিয়ে গুণবতী ইউনিয়নের নিজ গ্রাম দশবাহা এবং গুণবতী বাজার ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উক্ত ঘটনা সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।




