চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় বাসের ধাক্কায় দেব কুমার ধর (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেব কুমার ধর হারবাং ধর পাড়ার বজেন্দ্র কুমার ধরের ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, দুপুরে হারবাং বুড়ির দোকান এলাকায় পথচারী দেব কুমার ধর সড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Post Views: 142




