আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার পূর্ব বরৈয়া ঠান্ডা মিয়া চৌধুরী (টিএমসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবীতে বিক্ষোভ মিছিল ও আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মহাজন। আজ বুধবার (০৮ জানুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন,বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ও ছাত্রদের বিভিন্ন্ দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগপত্র দাখিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী কয়েকদিন ধরে প্রধান শিক্ষাকের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে বিদ্যালয়ে ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শুরু করে। বুধবার এ বিষয়ে উপজেলায় শুনানির দিন ধার্য ছিল। শুনানি চলাকালে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ ছাড়া উপজেলা চত্বর ত্যাগ না করলে পরে প্রধান শিক্ষক পদত্যাগপত্র জমা দেন।




