চকরিয়া অফিস : চকরিয়া উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন। আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন- ২০১৮’ এর ৪১ ধারায় চকোরী ড্রিংকিং ওয়াটারকে ২৫ হাজার টাকা, ধানসিঁড়ি ন্যাচারাল ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা ও এনআরসি ফিলিং স্টেশনকে একই আইনের ৪৬ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ফাঁসিয়াখালী এলাকায় মাটির টপ সয়েল কাটার অভিযোগে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০’ এর ১৫ (১) ধারার মামলায় ৫০ হাজার টাকাসহ মোট ৪টি মামলায় ২ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানা পুলিশের টিম, চিরিঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল মনসুর, বিএসটিআই কক্সবাজারের পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক।




