আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম (৫৫) ও নামের এক ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার ছেলে মো. ইমরানকেও (২৪) আটক করা হয়েছে।আজ সোমবার(৩০ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা থানার পুলিশের নিকট আটককৃতদেরকে হস্তান্তর করা হয়। রবিবার দিবাগত রাত ২টা থেকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে এই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বারশত ইউনিয়নের পশ্চিমচাল ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার আবু মিয়ার ছেলে আব্দুর রহিম (৫৫) ও তার ছেলে ইমরান হোসেন (২৪)।
সেনাবাহিনী সূত্রে প্রকাশ, ‘খুন, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ ৭টি মামলার আসামি আব্দুর রহিম। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য একাধিকবার অভিযান পরিচালনা করেও তাকে আটক করতে সক্ষম হয়নি । গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি বন্দুক, ৮ রাউন্ড দেশীয় গুলি ও চাপাতি, রামদাসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থার জন্য আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সেনাবাহিনী। স্থানীয় একটি সূত্র জানায় সেনাবাহিনী কৌশলে তাদেরকে আটক করেছে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান,অস্ত্রসহ আটক ২ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।




