সাতকানিয়া প্রতিনিধি: ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করে ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন হলে শ্রমিকরা চিকিৎসা, স্বাস্থ্য ও শিক্ষাসহ নিজেদের মৌলিক অধিকার ফিরে পাবে। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেই শ্রমিকরা সুবিচার পাবে। সবাইকে জানতে হবে নবী ও রাসুলদের মধ্যে শতকরা ৯৮ ভাগই ছিল শ্রমজীবী। আর বিভিন্ন সময়ে বিপ্লবের সাথে জড়িত বেশিরভাগই ছিল শ্রমজীবী ও মেহনতি মানুষ। তাই শ্রমিকদের সকল অধিকার নিয়ে কথা বলার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৃষ্টি।
আজ শনিবার(২৮ ডিসেম্বর) দুপুরে সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ. ন. ম শামসুল ইসলাম এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য শামসুল ইসলাম বলেন, আওয়ামী লীগ অহংকার করে বলেছিল তারা এদেশ ছেড়ে পালিয়ে যাবে না। অথচ তাদের কৃত কর্মের কারণে আল্লাহ এমন পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন দুপুরের জন্য রান্না করা ভাত পর্যন্ত খেতে পারেনি। প্রাণে বাঁচতে সদলবলে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়ে হয়েছে। দেশে সুশাসন কায়েম করে জনগণকে কিভাবে নিরাপদে রাখা যায় সে চিন্তা না করে আওয়ামী লীগ গুম-খুন, আয়না ঘর তৈরি , হাজার হাজার নিরীহ লোককে হামলা মামলা দিয়ে হয়রানি করে ঘর ছাড়া করেছিল। দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি ও শ্রমিকদের নির্যাতনের মাধ্যমে দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কোনো যুক্তি, ডকুমেন্টস ছাড়া মিথ্যা সাক্ষ্য দিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ফাঁসিতে ঝুলিয়েছে। নতুনভাবে আর কোন জালিম যাতে এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাতকানিয়া উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম এবং অর্থ সম্পাদক জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন , কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা এড. আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় সহ-সম্পাদক, চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম লুৎফর রহমান ও সাতকানিয়া উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী ।
প্রধান বক্তা লস্কর মুহাম্মদ তসলিম বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামি শ্রম নীতির জন্য কাজ করছে। শ্রমিকদের কল্যাণের প্রধান কাজ হলো ট্রেড ইউনিয়ন। প্রতিটি সেক্টরে শ্রমিকদেরকে সংগঠিত করে তাদের অধিকার আদায়ে নেতৃত্ব দিতে হবে। শ্রমিকদের প্রয়োজনে আর্থিক সহযোগিতা করা শ্রমিক কল্যানের কাজ। এই বাংলায় কোন স্বৈরাচার, লীগ পন্থী, জয় বাংলা পন্থীদের স্থান হবে না।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা বদরুল হক, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, দক্ষিণ জেলা উপদেষ্টা মাওলানা আবুল ফয়েজ, সহ-সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক মাস্টার এনামুল হক, সাতকানিয়া উপজেলা উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন, উপদেষ্টা মুহাম্মদ তারেক হোসাইন, উপদেষ্টা হামিদ উদ্দিন আজাদ, উপদেষ্টা রফিকুল ইসলাম, দক্ষিণ জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি আরিফুল হক প্রমূখ।
সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করে নতুন নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করানো হয়।




