কুমিল্লা প্রতিনিধি: রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি’ শীর্ষক গণসংলাপ আজ শুক্রবার(২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবিতে গণসংলাপ অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা আহ্বায়ক ইমরাদ জুলকারনাইন ইমন।
সভা সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব মুহাম্মদ হাবিবুর রহমান লিটন।
গণসংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেন, “একাত্তরের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতা আজ আর গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত অপরিহার্য। শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে।”
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী জননেতা আবুল হাসান রুবেল বলেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সত্যিকার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন সম্ভব। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুস্থ, দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। সাংবিধানিক ও বিচার বিভাগীয় সংস্কারসহ ভোটাধিকার প্রতিষ্ঠাই হতে হবে এ উদ্যোগের প্রধান অগ্রাধিকার।”
গণসংলাপে আরও বক্তব্য রাখেন: রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, ঢাকা মহানগর উত্তরের সদস্য রতন তালুকদার, বিএনপির মহানগর আহ্বায়ক উদবাতুল বারী আবু, বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ মাহমুদ পারভেজ, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দীন আহমদসহ কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংহতি আন্দোলনের এই গণসংলাপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মর্যাদা ও সাম্য নিশ্চিত করার আন্দোলনে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।




