চকরিয়া অফিস: কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে মনছুর আলম মুন্না (৩৫) নামে কথিত এক সংবাদকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আটক মুন্না রামু উপজেলার গর্জনিয়া দক্ষিণ বড়বিল এলাকার আব্দুস সালামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৪টার সময় অভিযুক্ত সংবাদকর্মী মুন্না তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে চকরিয়া থানার ওসি’র ব্যক্তিগত নাম্বারে মিথ্যা ও অবমাননাকর একটি সংবাদ পাঠায়। পরে উক্ত বানোয়াট সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রচারের হুমকি দিয়ে কৌশলে চাঁদা দাবি করে।
উল্লেখ্য, এর আগেও মুন্নার নামে একাধিক চাঁদাবাজির অভিযোগ এবং বিভিন্ন মামলায় কারাগারে যাওয়ার রেকর্ড আছে বলে জানায় চকরিয়া থানা পুলিশ।
Post Views: 197




