মিজবাউল হক, চকরিয়া : লবণ শ্রমিক দানু মিয়া নিহতের ঘটনায় গত শনিবার (১৪ ডিসেম্বর) চকরিয়া থানায় মামলা রুজু হয়েছে। দানু মিয়া হত্যাকাণ্ডের চারদিন পর নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।দানু মিয়া মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া এলাকার মৃত মো.কলমদারের ছেলে।
নিহত দানু মিয়ার বোন জোসনা আক্তার জানিয়েছেন, তার ভাই লবণ শ্রমিক দানু মিয়াকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত সন্ত্রাসীদের কৌশলে মামলার এজাহার থেকে আড়াল করতে হঠাৎ করে মামলার বাদি বানানো হয়েছে নিহতের ডিভোর্স দেওয়া স্ত্রী রোজিনা বেগমকে। অথচ তার ভাই দানু মিয়াকে ৫ বছর আগে স্ত্রী রোজিনা বেগম ডিভোর্স দিয়েছে। বর্তমানে রোজিনা বেগম অপর একজনকে বিয়ে করে সংসার করছেন। তাই দানু মিয়া খুনের ঘটনায় মামলার বাদি হবার যোগ্যতা রোজিনার নেই। মুলত আসামিপক্ষের সঙ্গে যোগসাজসে করে আমার ভাইয়ের খুনের মামলাটি তাদের কাছে বিক্রি করে দিয়েছে। এ অবস্থায় দানু মিয়া খুনের ঘটনায় জড়িত প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার এবং ভাই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিয়ে শংকা প্রকাশ করেছেন বোন জোসনা আক্তার।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, পেকুয়ার কলেজ ছাত্র জিহাদ হত্যা মামলার আসামি হিসেবে লবণ শ্রমিক দানু মিয়াসহ তিনজন গত ১০ ডিসেম্বর উচ্চ আদালতের নির্দেশে স্থায়ী জামিনের জন্য চকরিয়া উপজেলার কোনাখালী থেকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট যাচ্ছিলেন। এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের লালব্রীজ এলাকায় গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা লবণ শ্রমিক দানু মিয়া ও মুবিনকে অপহরণ করে পাশ্ববর্তী পেকুয়া উপজেলা সদরের অজ্ঞাতস্থানে আটকে রেখে দিনভর মারধর করে পেকুয়া আঞ্চলিক মহাসড়কের পাশে ফেলে চলে যায়।
পরে খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় দানু মিয়া ও মুবিনকে সেখান থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় দানু মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে পটিয়া ইন্দ্রপুল এলাকায় মারা যান তিনি।
মামলা রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, নিহতের স্ত্রী বাদি হয়ে জমা দেওয়া এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এজাহারে ১১ জন আসামির নাম রয়েছে। প্রকৃত আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।




