আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয় ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ফ্লোরিডায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে ভাষণ দেয়ার সময় এই ঘোষণা দেন তিনি।
বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ডোনাল্ড ট্রাম্প নিজেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছেন এবং ফ্লোরিডায় তার ওয়াচ পার্টিতে সমর্থকদের উদ্দেশ্যে দীর্ঘ এক ভাষণ দিয়েছেন। তার বক্তৃতার গুরুত্বপূর্ণ কিছু অংশ:
ভোটারদের প্রতি ধন্যবাদ জানানো: আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই যে, তারা আমাকে তাদের ৪৭তম প্রেসিডেন্ট এবং ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে অসাধারণ সম্মান দিয়েছে।
পপুলার ভোটে জয়ের দাবি: ভোট এখনো গণনা করা হচ্ছে, তবে ট্রাম্প মনে করছেন এই নির্বাচনে পপুলার ভোটের অধিকাংশই পেতে যাচ্ছেন তিনি। তিনি বলেছেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।
জেডি ভান্স ভালো চয়েস হয়েছে: ট্রাম্প তার রানিং মেট জেডি ভান্সের প্রশংসা করেছেন। জেডি ভান্স তার বক্তৃতায় বলেছেন, ট্রাম্প মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক প্রত্যাবর্তনে সফল হয়েছেন।
ইলন মাস্ক “স্টার”: ট্রাম্প তার বক্তৃতার একটি অংশ ইলন মাস্ককে উৎসর্গ করেন, যেখানে ট্রাম্প তাকে একটি অসাধারণ ব্যক্তি এবং “স্টার” বা তারকা হিসেবে বর্ণনা করেন।
আরএফকে জুনিয়র আমেরিকাকে আবার সুস্থ করবে: সাবেক স্বাধীন প্রেসিডেন্ট প্রার্থী এবং ভ্যাকসিন সম্পর্কে ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বগুলোর সমর্থক রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নিজের প্রশাসনে স্বাস্থ্য সম্পর্কিত কোনও দায়িত্ব দেয়ার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত অগাস্ট মাসে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে এসে ট্রাম্পকে সমর্থন দেন কেনেডি।




