ঢাকা ব্যুরো: নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার শপথ নিলেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হয়।
আগামীকাল ২৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে তিনি নির্বাচন কমিশন ভবনে দায়িত্ব পালন শুরু করবেন। সেখানে সকালে তাকে বরণ করে নেওয়া হবে। আর দুপুর ১টায় সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।
দ্বাদশ নির্বাচন অনুষ্ঠানের গুরুদায়িত্ব পালন করবেন কারা- এই নিয়ে কৌতূহলের শেষ ছিল না। অবশেষে গতকাল শনিবার অবসান হয় সেই অপেক্ষার। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়ে নতুন ইসি গঠনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তিনি আইন, ধর্ম ও সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
অন্য চার নির্বাচন কমিশনার (ইসি) হন- সাবেক জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মোহম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।



