প্রেস বিজ্ঞপ্তি: নগরীর সিএন্ডবি খানকায়ে ইউনুচ দরবার শরিফে আলহাজ্ব হযরত ইউনুচ ফকির আল মাইজভান্ডারীর ১২তম ওরশ মাহফিল আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) সকালে অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তারা বলেন, আলহাজ্ব হযরত ইউনুচ ফকির আল মাইজভান্ডারী ছিলেন দানবীর ও সমাজসেবক। মসজিদ, মাদ্রাসা, মাজার সংরক্ষনের জন্য সার্বক্ষনিক চেষ্টায় অবিরল ব্যক্তি ছিলেন। সামাজিক কর্মকান্ডে তার ভূমিকা পরিচিতি আজ পর্যন্ত। জানা সূত্রে হযরত শাহ সুফী পেটন শাহ (রহ:) হেফজখানা প্রতিষ্টা লগ্নে ওনার ভূমিকা অপরিসীম। আল করন আহমাদিয়া হাসিমিয়া ইসমালিয়া মাদ্রাসার সাথে সর্ম্পক ছিল।

অন্যান্য মাদ্রাসার প্রধান মসজিদের খতিব ওনার কাছে সৌজন্য সাক্ষাতকালে তাদের বিষয়গুলো শুনে সমাধান দিতেন। দরবারের আওলাদগনকে সম্মান দেওয়ার ও আদব রক্ষার জন্য যথাযথ মর্যাদা করতেন। জাতি, ধর্ম নির্বিশেষে মহান একজন দানবীর ব্যক্তি ছিলেন।আলহাজ্ব মুসা আল মাইজভান্ডারী ও পরিবারবর্গের আয়োজনে ৩দিন ব্যাপী উক্ত মাহফিল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। মাহফিল পরিচালনায় রয়েছেন আলহাজ্ব মুসা আল মাইজভান্ডারী। ৩ দিন ব্যাপী উক্ত বার্ষিক ওরশে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি: নগরীর সিএন্ডবি খানকায়ে ইউনুচ দরবার শরিফে আলহাজ্ব হযরত ইউনুচ ফকির আল মাইজভান্ডারীর ১২তম ওরশ মাহফিল আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) সকালে অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তারা বলেন, আলহাজ্ব হযরত ইউনুচ ফকির আল মাইজভান্ডারী ছিলেন দানবীর ও সমাজসেবক। মসজিদ, মাদ্রাসা, মাজার সংরক্ষনের জন্য সার্বক্ষনিক চেষ্টায় অবিরল ব্যক্তি ছিলেন। সামাজিক কর্মকান্ডে তার ভূমিকা পরিচিতি আজ পর্যন্ত। জানা সূত্রে হযরত শাহ সুফী পেটন শাহ (রহ:) হেফজখানা প্রতিষ্টা লগ্নে ওনার ভূমিকা অপরিসীম। আল করন আহমাদিয়া হাসিমিয়া ইসমালিয়া মাদ্রাসার সাথে সর্ম্পক ছিল।

অন্যান্য মাদ্রাসার প্রধান মসজিদের খতিব ওনার কাছে সৌজন্য সাক্ষাতকালে তাদের বিষয়গুলো শুনে সমাধান দিতেন। দরবারের আওলাদগনকে সম্মান দেওয়ার ও আদব রক্ষার জন্য যথাযথ মর্যাদা করতেন। জাতি, ধর্ম নির্বিশেষে মহান একজন দানবীর ব্যক্তি ছিলেন।আলহাজ্ব মুসা আল মাইজভান্ডারী ও পরিবারবর্গের আয়োজনে ৩দিন ব্যাপী উক্ত মাহফিল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। মাহফিল পরিচালনায় রয়েছেন আলহাজ্ব মুসা আল মাইজভান্ডারী। ৩ দিন ব্যাপী উক্ত বার্ষিক ওরশে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।