নগর প্রতিবেদক: নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপের অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশনের ঘটনায় গ্রেপ্তার শহীদুল করিম ও নুরুল ইসলামের রিমান্ড নামঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শুরু হলে গ্রেপ্তারকৃত ও ঘটনায় করা মামলার বাদীর আইনজীবীদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

এতে আদালত কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে বিচারক এজলাস থেকে নেমে খাসকামরায় চলে যান। নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, হট্টগোলের ঘটনা ঘটেছে। এরপর বিচারক রিমান্ড আবেদন নাকচ করে দেন।

তিনি বলেন, আসামি পক্ষে জামিন চেয়েও একটি আবেদন করা হয়। তবে শুনানি হয়নি। আজ শুনানি হতে পারে। বিচারক এজলাস কক্ষ ছেড়ে গেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, এমনটা হয়েছে। এটা তো স্বাভাবিক।

নগর প্রতিবেদক: নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপের অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশনের ঘটনায় গ্রেপ্তার শহীদুল করিম ও নুরুল ইসলামের রিমান্ড নামঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শুরু হলে গ্রেপ্তারকৃত ও ঘটনায় করা মামলার বাদীর আইনজীবীদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

এতে আদালত কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে বিচারক এজলাস থেকে নেমে খাসকামরায় চলে যান। নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, হট্টগোলের ঘটনা ঘটেছে। এরপর বিচারক রিমান্ড আবেদন নাকচ করে দেন।

তিনি বলেন, আসামি পক্ষে জামিন চেয়েও একটি আবেদন করা হয়। তবে শুনানি হয়নি। আজ শুনানি হতে পারে। বিচারক এজলাস কক্ষ ছেড়ে গেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, এমনটা হয়েছে। এটা তো স্বাভাবিক।