নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১২টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং কেউ মৃত্যু বরণ করেনি।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫২ জন নগর এলাকার এবং ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৪৬ জন। এর মধ্যে নগর এলাকায় ৯১ হাজার ৭৪৬ জন এবং উপজেলার ৩৪ হাজার ৪০০ জন।
জেলায় মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।



