আদালত প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মারধরের অভিযোগ গতকাল বুধবার (০৪ সেপ্টম্বর) দুপুরে সাবেক তথ্যমন্ত্রী মো:আলী আরাফাত, নগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ ২৭ সাংবাদিকসহ ৪৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত হাসিনা মমতাজ।
আসামীরা হলেন-চৌধূরী ফরিদ, দৈনিক আজাদীর শুকলাল দাশ,রিয়াজ হায়দার চৌধূরী,কমল দে,অনুপম শীল, প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক,আজাহার মাহমুদ, রতন কান্তি দেবাশীষ,উজ্বল কান্তি ধর, কাজী মহসিন,একরামুল হক বুলবুল,রমেন দাশ গুপ্ত, উত্তম সেন গুপ্ত,মিন্টু চৌধূরী, মোহাম্মদ কুতুব উদ্দীন প্রকাশ আহমেদ কুতুব,ঋত্বিক নয়ন(আজাদী থেকে চাকুরীচুত্য),রাহুল কান্তি দাশ নয়ন,সুবল বড়ুয়া, রুনা আনচারী,রফিকুল বাহার,আমিনুল ইসলাম মুন্না ও মহানগরের আ’লীগের বিভিন্ন নেতাকর্মীসহ ৪৯ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
আদালত মামলাটি গ্রহন করে পিবিআইকে তদন্ত করে ৩০দিনের মধ্য প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।




