মিজবাউল হক, চকরিয়া : দেশে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় চকরিয়া গ্রামার স্কুলের ১০ শ্রেণীর ছাত্র ইয়াছিনুল হাকিম(১৬) নামের এক কিশোরকে গুলি করার ঘটনায় গত ২৩ আগস্ট সাহারবিল ইউপির চেয়ারম্যান নবী হোছাইনসহ ২০ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করেছে স্কুল ছাত্রের পিতা শহিদুল করিম লিটন। আহত স্কুল ছাত্র ইয়াসিন সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম ও কৈয়ারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহাজাহান চৌধুরীর নাতি।
শহীদুল করিম লিটন জানান, গত ৭ আগস্ট রামপুরস্থ তাদের পারিবারিক মৎস্য ঘেরে বেড়াতে গেলে সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইনের ভাই বাদল ডাকাতের গুলিতে মারাত্মকভাবে আহত হয় সে। অর্ধশত ছরা গুলিতে তার সর্ব শরীর ঝাঝরা হয়ে যায়। বাদলের সাথে থাকা অন্যান্য ডাকাত বাহিনী তার ছেলেসহ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে।
আহত ইয়াসিন বর্তমানে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করায় তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে গরু চোর চক্রের অন্যতম সদস্য বাদল।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সাহারবিল ইউপির রামপুর মৎস্য ঘের এলাকায় স্কুল ছাত্রের উপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। ##




