নিজস্ব প্রতিবেদক: আজ আনুমানিক দুপুর ১:৩০-২:০০ টার দিকে রাজধানীর কাওরান বাজার এলাকায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র প্রধান কার্যালয়ে ২০/৩০ জনের একটি দূর্বৃত্ত দল জোড়পূর্বক প্রবেশ করে। প্রথমে তারা সংস্থাটির চেয়ারম্যান দপ্তরে প্রবেশ করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এরপর তারা চেয়ারম্যান দপ্তরসহ অন্যন্যা দপ্তরে ভাংচুরের জন্য উদ্যত হয়। এক পর্যায়ে তারা সংস্থাটির কর্মকর্তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এসময় বিএসইসি’র চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান তাঁর কক্ষে অবস্থান করছেন জানতে পেরে তারা জোড়পূর্বক চেয়ারম্যান-এর কক্ষে ঢুকে পড়ে। এই সময় দূর্বৃত্ত দল প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে পরিচয় দেয়। এরপর তারা তাদের বিভিন্ন অনৈতিক দাবিদাওয়া তুলে ধরতে থাকে। এ সময় চেয়ারম্যান মহোদয় অনেক ধৈর্য্য ও দক্ষতার সাথে তাদের মোকাবেলা করেন।
এক পর্যায়ে তাদের মধ্যে থেকে দুইজন দূর্বৃত্ত বিএসইসি’র একজন কর্মচারীকে আলাদা করে অফিসের নিচে নিয়ে গিয়ে বড় অংকের চাঁদার বিনিময়ে সকল সমন্বয়ককে সরিয়ে নেওয়া হবে মর্মে প্রস্তাব দেন। ইতোমধ্যে সমন্বয়ক পরিচয় দেয়া দূর্বৃত্তরা বিএসইসি কর্তৃপক্ষকে হুমকিধামকি দিয়ে একে একে দপ্তর ত্যাগ করতে থাকে। সন্দেহ হলে বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীরা তাদের ঐ দূর্বৃত্তকে হাতেনাতে ধরে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।
উদ্ভূত পরিস্থিতির তথ্য-উপাত্তের আলোকে বিএসইসি কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে মর্মে জানিয়েছেন।




