দি ক্রাইম, ঢাকা: অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। আগামী মার্চে বদলি কার্যক্রম শুরুর আশ্বাসও দিয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে দেরি হয়ে গেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবো।
এ বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষ হলেই বদলি প্রক্রিয়া শুরু করা হবে। তবে এর আগে একাধিকবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অনলাইন বদলি প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ার আশ্বাস দিয়েছিলেন। এ কারণে পাইলট প্রকল্প ও শিক্ষকদের ট্রেনিংয়ের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু কার্যত এখনো কিছুই দৃশ্যমান হয়নি বলে শিক্ষকদের অভিযোগ রয়েছে।
অনলাইন বদলি নীতিমালা তৈরি করে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করতে দুই বছর আগে শিক্ষক বদলি বন্ধ রাখা হয়। ২০২০ সালের শুরুতে অনলাইনে শিক্ষক বদলি শুরু করার কথা থাকলেও তা হয়নি।
Post Views: 285



