প্রেস বিজ্ঞপ্তি: পন্ডিত প্রজ্ঞাতিষ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স ও ভাবনা কেন্দ্র’র উদ্যোগে গতকাল শুক্রবার (০২ আগস্ট)সন্ধ্যা ৭টায় নগরের মুরাদপুরস্থ বিহার প্রাঙ্গনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত সভার কার্য বিবরনী উপস্থাপন ও অনুমোদনের আলোকে উপস্থিত সভ্যগনের সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম পূজণীয় ভগীশ্বর ডক্টর দীপঙ্কর থেরোকে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ও পরম পূজণীয় ধর্মতিলক এস লোকপ্রিয় মহাথেরোকে কার্যকরী পরিষদের সভাপতি, অধ্যক্ষ উদয় প্রসাদ বড়ুয়াকে কার্যকরী সভাপতি, সিডিএ’র সহকারী প্রকৌশলী দীপক বড়ুয়াকে সাধারণ সম্পাদক ও বিজিবি কর্মকর্তা বাবু সেতু বড়ুয়াকে অর্থ সম্পাদক মনোনিত করে ৩ বছর মেয়াদকালের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি: পন্ডিত প্রজ্ঞাতিষ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স ও ভাবনা কেন্দ্র’র উদ্যোগে গতকাল শুক্রবার (০২ আগস্ট)সন্ধ্যা ৭টায় নগরের মুরাদপুরস্থ বিহার প্রাঙ্গনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত সভার কার্য বিবরনী উপস্থাপন ও অনুমোদনের আলোকে উপস্থিত সভ্যগনের সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম পূজণীয় ভগীশ্বর ডক্টর দীপঙ্কর থেরোকে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ও পরম পূজণীয় ধর্মতিলক এস লোকপ্রিয় মহাথেরোকে কার্যকরী পরিষদের সভাপতি, অধ্যক্ষ উদয় প্রসাদ বড়ুয়াকে কার্যকরী সভাপতি, সিডিএ’র সহকারী প্রকৌশলী দীপক বড়ুয়াকে সাধারণ সম্পাদক ও বিজিবি কর্মকর্তা বাবু সেতু বড়ুয়াকে অর্থ সম্পাদক মনোনিত করে ৩ বছর মেয়াদকালের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।