ক্রাইম প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার সহকর্মীরা। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ১২টার পর রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শরীফ উদ্দিন পটুয়াখালীতে দুদকের উপ সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন। গতকাল বুধবার দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে অপসারণ করা হয়। এতে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ – এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো।’ এই আদেশ গতকাল বিকেল থেকেই কার্যকর হওয়ার কথা।
পটুয়াখালীর আগে চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশকিছু মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন শরীফ উদ্দিন। চট্টগ্রামে ও সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন।
সর্বশেষ গত ৩০ জানুয়ারি প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ এনে শরীফ উদ্দিন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।



