ঢাকা ব্যুরো: সার্চ কমিটির হাতে থাকা ৩২২ জন বিশিষ্ট নাগরিকের নাম। এই ৩২২ জনের মধ্যে কোন ১০ জনের নাম যাবে বঙ্গভবনে, এ নিয়ে কৌতূহলের শেষ নেই। কারণ ওই ১০ জনের তালিকা থেকেই পাঁচজনকে বেছে নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ; যাদের হাতে ন্যস্ত করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের গুরুদায়িত্ব। তাদের সুষ্ঠু ও সুচারু দায়িত্ব পালনের জন্য ওপর নির্ভর করবে দেশের রাজনীতির গতিপ্রকৃতি।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার পদে সার্চ কমিটিতে (অনুসন্ধান কমিটি) প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক বিচারপতি, সামরিক-বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। এর মধ্যে এক-তৃতীয়াংশের বেশি নাম সাবেক সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের। শিক্ষাবিদ অধ্যাপকদের মধ্য থেকে এসেছে ৫০-এর অধিক, প্রায় ৭০টির মতো নাম জমা পড়েছে সাবেক বিচারপতি, জেলা জজ ও আইনজীবীদের মধ্য থেকে।

প্রসঙ্গত, গত ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সার্চ কমিটি নির্বাচন কমিশনের প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন। গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে।

ঢাকা ব্যুরো: সার্চ কমিটির হাতে থাকা ৩২২ জন বিশিষ্ট নাগরিকের নাম। এই ৩২২ জনের মধ্যে কোন ১০ জনের নাম যাবে বঙ্গভবনে, এ নিয়ে কৌতূহলের শেষ নেই। কারণ ওই ১০ জনের তালিকা থেকেই পাঁচজনকে বেছে নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ; যাদের হাতে ন্যস্ত করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের গুরুদায়িত্ব। তাদের সুষ্ঠু ও সুচারু দায়িত্ব পালনের জন্য ওপর নির্ভর করবে দেশের রাজনীতির গতিপ্রকৃতি।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার পদে সার্চ কমিটিতে (অনুসন্ধান কমিটি) প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক বিচারপতি, সামরিক-বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। এর মধ্যে এক-তৃতীয়াংশের বেশি নাম সাবেক সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের। শিক্ষাবিদ অধ্যাপকদের মধ্য থেকে এসেছে ৫০-এর অধিক, প্রায় ৭০টির মতো নাম জমা পড়েছে সাবেক বিচারপতি, জেলা জজ ও আইনজীবীদের মধ্য থেকে।

প্রসঙ্গত, গত ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সার্চ কমিটি নির্বাচন কমিশনের প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন। গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে।