কাজী আয়শা ফারজানা,বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনের দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার পথ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২৫ মে) বিকেলে উপজেলার কালুরঘাট, গোমদণ্ডী ফুলতল, পৌর সদর, পশ্চিম গোমদণ্ডী,শাকপুরা, সারোয়াতলীর জনগুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত পথসভায় যোগ দেন রেজাউল করিম রাজা।
তিনি বলেন, দোয়াত-কলম প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিন। সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। আমরা সকলে মিলে বোয়ালখালীকে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলবো।
আরও বক্তব্য রাখেন- উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.খালেদ মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম আবুল কালাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী জানে আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, আবদুর রউফ, আওয়ামী লীগ নেতা আবদুল ওদুদ, ইলিয়াস জাফর, মোর্শেদ আলম প্রমুখ।




