এস এম আকাশ: বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব আবুল বশর আবু বাংলাদেশ অয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশন এর ২০২৪-২০২৬ সাল মেয়াদে নব নির্বাচিত কার্যনিবাহী পরিষদের “সিনিয়র সহ-সভাপতি” নির্বাচিত। তাকে এই পদে নির্বাচিত করায় সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠান।
আলহাজ্ব আবুল বশর আবু সাতকানিয়া উপজেলার অন্তর্গত পূর্বগাটিয়াডেঙ্গা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাহার মরহুম পিতা একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। পিতার ব্যবসায় প্রতিষ্ঠানে নিজেকে মনোনিবেশ করে ব্যবসাকে উত্তোরোত্তর ডেভলাপ করে গড়ে তুলেছেন বাশার গ্রুপ অব কোম্পানীজ নামীয় একটি শিল্প প্রতিষ্ঠান,যেখানে হাজার-হাজার শিক্ষিত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিনি মসজিদ সম্পুর্ন নিজস্ব অর্থায়নে গাটিয়াডেঙ্গা নামক অজ-পাড়া গাঁয়ে গড়ে তুলেছেন স্কুল, কলেজ,মাদ্রাসা,এতিম খানা,হেফজ খানা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
সমাজ সেবায় ও তাহার যথেষ্ঠ পদচারনা আছে। তিনি যে সমস্ত প্রতিষ্ঠান ও সমাজ সেবার সাথে জড়িত তা হলো প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব সফিয়া- মমতাজুল হক ফাউন্ডেশন,গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া মমতাজুল হক স্কুল এন্ড কলেজ পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,পূর্ব গাটিয়াডেঙ্গা শাহ জব্বারিয়া আলহাজ্ব সফিয়া-মমতাজুল হক এতিমখানা ও হেফজখানা পশ্চিম গাটিয়াডেঙ্গা আল্-মেহেদী আলহাজ্ব এম. এ. বশর একাডেমী।
পরিচালক বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন আশশেফা হসপিটাল লিঃ,কেরানীহাট,সাতকানিয়া আশশেফা স্কুল এন্ড কলেজ,ফ্লাওয়ার ফ্লো স্কুল এন্ড কলেজ, এরাবিয়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা,অল কেয়ার মেডিকেল সার্ভিস,আজীবন দাতা সদস্য,চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল,সভাপতি এস.আর.বি.বিজিনেস ওয়েলফেয়ার সমিতি,চিটাগাং এস আর বি মেট্রোপলিটন মেরিণ ওনার্স এসোসিয়েশন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট,চিটাগাং পোর্ট মেরিন কন্ট্রাক্টর এসোসিয়েশন। ভাইস প্রেসিডেন্ট বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ,বাংলাদেশ সেন্ট্রাল ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) কমিটি,বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা,চট্টগ্রাম।




