নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের উত্তরা গণভবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উত্তরা গণভবনের ভিতরে গোল চত্বরে ৫০ বছর পূর্তিতে কেক কেটে শুভ উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ।
এ সময় গণভবনেন মূল ফটকে সকল দর্শনার্থী ও শিশু সদনের শিশুদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পরে সবাইকে বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত গণভবন চত্বরের দৃশ্যাবলী ঘুরে দেখানো হয়। পরিদর্শন শেষে উপস্থিত সকলকে মিষ্টি খাওয়ানো হয়।

অন্যদিকে সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকালে গণভবনের মূল ফটকের সামনে কেক কাটেন (নাটোর-নওগাঁ) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিকেলে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক ভাবে দিঘাপতিয়া রাজবাড়ীকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন। দিঘাপতিয়া রাজবাড়িতে ‘উত্তরা গণভবন’ নামকরণের ৫০বছর আজ। এরপর একমাস পরে বঙ্গবন্ধু উত্তরা গণভবনের মূল প্রাসাদের ভেতরে মন্ত্রিসভার একটি বৈঠকও করেন। সর্বশেষ ১৯৯৬ সালে মন্ত্রী পরিষদের মিটিং হয়। সেই থেকেই ঢাকার বাহিরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন হিসেবে পরিচিত। এরপর ১৯৭৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সপরিবারে এ গণভবনে সফরে আসেন। বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতি বিজড়িত দৃষ্টিনন্দন উত্তরা গণভবনে অতীতের ধারাবাহিকতায় আবারও মন্ত্রী পরিষদের বৈঠকের মাধ্যমে উত্তরা গণভবনের নামকরণের সার্থকতা ও গৌরব ফিরিয়ে আনার দাবী রয়েছে নাটোরবাসীর।

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের উত্তরা গণভবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উত্তরা গণভবনের ভিতরে গোল চত্বরে ৫০ বছর পূর্তিতে কেক কেটে শুভ উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ।
এ সময় গণভবনেন মূল ফটকে সকল দর্শনার্থী ও শিশু সদনের শিশুদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পরে সবাইকে বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত গণভবন চত্বরের দৃশ্যাবলী ঘুরে দেখানো হয়। পরিদর্শন শেষে উপস্থিত সকলকে মিষ্টি খাওয়ানো হয়।

অন্যদিকে সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকালে গণভবনের মূল ফটকের সামনে কেক কাটেন (নাটোর-নওগাঁ) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিকেলে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক ভাবে দিঘাপতিয়া রাজবাড়ীকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন। দিঘাপতিয়া রাজবাড়িতে ‘উত্তরা গণভবন’ নামকরণের ৫০বছর আজ। এরপর একমাস পরে বঙ্গবন্ধু উত্তরা গণভবনের মূল প্রাসাদের ভেতরে মন্ত্রিসভার একটি বৈঠকও করেন। সর্বশেষ ১৯৯৬ সালে মন্ত্রী পরিষদের মিটিং হয়। সেই থেকেই ঢাকার বাহিরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন হিসেবে পরিচিত। এরপর ১৯৭৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সপরিবারে এ গণভবনে সফরে আসেন। বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতি বিজড়িত দৃষ্টিনন্দন উত্তরা গণভবনে অতীতের ধারাবাহিকতায় আবারও মন্ত্রী পরিষদের বৈঠকের মাধ্যমে উত্তরা গণভবনের নামকরণের সার্থকতা ও গৌরব ফিরিয়ে আনার দাবী রয়েছে নাটোরবাসীর।