নুরুল ইসলাম: আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব সিআইপি তাঁর প্রতীক ঈগলে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হলে লোহাগাড়া- সাতকানিয়ার মানুষের কল্যাণে করে যাবেন উল্লেখ করেন তিনি। দীর্ঘদিন থেকে মানুষের সেবায় কাজ করে আসছেন। আগামীতেও জনগণের সেবা করে যেতে চান।
আজ বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) বৃহস্পতিবার বিকেল বেলা লোহাগাড়া উপজেলার তেওয়ারীহাট সংলগ্ন মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্যে এসব কথা বলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব সিআইপি। বিশাল এ সমাবেশে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন প্রার্থীর নির্বাচনে সাতকানিয়া সমন্বয়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আ ন ম মিনহাজুর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনা, চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা রূপ কুমার নন্দী, নাজিম উদ্দীন চেয়ারম্যান, এড. প্রদীপ কুমার চৌধুরী, সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহাদত উল্লাহ, চেয়ারম্যান ফরিদুল আলম, জহির উদ্দীন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, পশ্চিম ঢেমশা চেয়ারম্যান সাইফুদ্দীন সুমন, ফয়েজ আহমদ লিটন, জাফর ও বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা কাশেম মিয়া, সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমানারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভার সঞ্চালনায় ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু।
স্বাগত বক্তব্য রাখেন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ।
“এমপি হলে পরিকল্পিত অবকাঠামো ও গ্রামীণ উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে”-মোতালেব সিআইপি
আরো পড়ুনঃ https://thecrimebd.net/news/59176/
তিনি বলেন, আব্দুল মোতালেব তিনি নির্বাচিত হলে লোহাগাড়া-সাতকানিয়ার শিক্ষার মানউন্নয়ন অবকাঠামো উন্নয়নসহ মানুষের সকল সমস্যার সমাধানে নিজেকে নিয়োজিত রাখবেন। কোন রকমের দূর্নীতি চাঁদাবাজী, সন্ত্রাস ও মস্তানীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ স্মাট লোহাগাড়া-সাতকানিয়া গড়ার লক্ষ্যে মাস্টারপ্ল্যান তৈরী ইন্ডাষ্ট্রিয়াল জোন গঠন করা হবে। শুধু তা’ নয় এলাকায় কারিগরী কলেজ স্থাপনের জন্য কাজ করে যাবেন।
ঈগলের সমর্থনে মহিলা সমাবেশ লোহাগাড়ায়
গত ৩ জানুয়ারি বুধবার লোহাগাড়ায় ঈগল প্রতীকের সমর্থনে পৃথক দুটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাষ্টার হাট এলাকায় মাষ্টার অলি উল্লাহ চৌধুরী বাড়ির চত্বরে। এ সমাবেশে ঈগল প্রতীকে ভোটের প্রার্থনা জানিয়ে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সাদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরে ইয়াছমিন ফাতেমা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, সানা উল্লাহ চৌধুরী মানিক, এড. তাহমিনা সুলতানা, জেলা পরিষদ সদস্য সুরাইয়া খানম লিলি, দক্ষিণ জেলা আওয়ামী সদস্য শহিদুল কবির সেলিম ও ওয়াহিদুল ইসলাম প্রমূখ।
অপরদিকে, উপজেলার আধুনগর মছদিয়া দক্ষিণ পাড়ায় গত ৩ জানুয়ারী বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক উঠান বৈঠক। এতে সভাপতিত্ব করেন ডা. অনিল মোহন বড়ুয়া, বক্তব্য রাখেন আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, বিশিষ্ট সমাজসেবা নুরুচ্ছফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নুরুল ইসলাম, সন্তোষ কুমার বড়ুয়া, জেলা পরিষদ সদস্য সুরাইয়া খানম লিলি, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ বাচ্চু, মেম্বার শাহজাহান পারভেজ ও প্রেম কুমার বড়ুয়া।




